kalerkantho


ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেডিক্যাল কংগ্রেস

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ২৩:৪২ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেডিক্যাল কংগ্রেস

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেডিক্যাল এবং ডেন্টাল শিক্ষার্থীদের সর্ববৃহৎ আন্তর্জাতিক মেডিক্যাল কংগ্রেস
বিমসকন-২০১৬।

আইএফএমএসএ বাংলাদেশ (IFMSA BANGLADESH)  কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার(অব.) আব্দুল মালেক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন  অধ্যাপক ডা. এ.বি.এম. আব্দুল্লাহ ।
এ ছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব  মাহফুজুর রহমান মহোদয়।

দ্বিতীয়বারের মত আয়োজিত এবারের কনফারেন্সে ৩০টি কর্মশালা, ৬টি স্থায়ী কমিটি সেশন, ২টি মূল আলোচনা প্রবন্ধ, বিষয়ভিত্তিক কুইজ, ক্যারিয়ার সিম্পোজিয়াম, মেডিক্যাল কুইজ শো, অলিম্পিয়াড, ভিডিও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দেশ-বিদেশের শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্ম তুলে ধরেন।

উল্লেখ্য, BIMSSCON  বাংলাদেশর মেডিক্যাল এবং ডেন্টাল শিক্ষার্থীদের জন্য একমাত্র আন্তর্জাতিক মেডিক্যাল কংগ্রেস, যা দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের বিশ্বের মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে সমানতালে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশসহ ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, সুদান, থাইল্যান্ড, ফিলিপাইনের মেডিক্যাল ও ডেন্টাল কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী উক্ত কংগ্রেসে অংশগ্রহণ করে।


মন্তব্য