kalerkantho


শুলশানে দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১৯:০১শুলশানে দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর গুলশানের নর্দায় দেয়ালচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।
নিহতদের একজনের নাম মো. আরেফিন (২৮)। অন‌্যজনের পরিচয় মেলেনি, তার বয়স আনুমানিক ২৮ বছর।
আজ রবিবার দুপুরে নর্দা সিরাজ গার্ডেনের পাশে একটি পুরনো দোকান ভাঙার সময় দুই শ্রমিক দেয়াল চাপা পড়ে।
গুলশান থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেয়াল চাপায় একজন পথচারীও আহত হয়েছেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
লাশ দুটি রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে।
আরেফিনের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে। গুলশানের কালাচাঁদপুরে স্ত্রী ও এক মেয়ে নিয়ে থাকতেন তিনি। নিহত অন‌্য যুবকের পরনে ছিল সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও কালো রঙের ফুল প্যান্ট।


মন্তব্য