kalerkantho


অধ্যাপক আহসানুল হক আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১৭:৫০অধ্যাপক আহসানুল হক আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মো. আহসানুল হক আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
আজ রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই শিক্ষকের বয়স হয়েছিল ৮৪ বছর।
তার ভাগ্নি অধ্যাপক নেভিন ফরিদা জানিয়েছেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা গিয়েছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আসরের নামাজের পর জানাযা শেষে আহসানুল হককে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।
নিবেদিত এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
১৯৯৪ সলের ৩০ জুন অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার আগে ইংরেজি বিভাগে ৩৪ বছর ধরে শিক্ষকতা করেছেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, হলের প্রাধ্যক্ষ ও কলা অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আহসানুল হকের জন্ম ১৯৩৩ সালের ৯ জুলাই পাবনা জেলার (বর্তমান সিরাজগঞ্জ) শাহজাদপুরে। তিনি ১৯৫৫ সালে কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন।পরের বছর একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে প্রথমে নোয়াখালীর চৌমুহনী কলেজ এবং পরে জগন্নাথ কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।


মন্তব্য