kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে সরকার

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১৫:৪৩চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে সরকার

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। অদূর ভবিষ্যতে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকারের স্বাস্থ্য বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জয়পুরহাটসহ সারা দেশে চিকিৎসা সেবা ও জনস্বাস্থ্যের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে।
 
আজ রবিবার দুপুর ১২টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জেলার পাঁচবিবি উপজেলার খাস বাগুরী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন কালে মন্ত্রী জেলার স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা প্রশাসক আব্দুর রহিম ও সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।
 


মন্তব্য