kalerkantho


’২১ সালে মধ্য-আয় ’৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার বদ্ধপরিকর

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ২৩:৫০’২১ সালে মধ্য-আয় ’৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার বদ্ধপরিকর

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, সে লক্ষ্যে দেশের সকল সেক্টরে উন্নয়ন বেগবান করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি আবশ্যক। উৎপাদনশীলতা দিবসের কর্মসূচি এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল ২ অক্টোবর জাতীয়ভাবে এ দিবস পালিত হবে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) দেশব্যাপী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন করছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। উৎপাদনশীলতা বৃদ্ধি জিডিপি’র প্রবৃদ্ধিসহ উৎপাদন, সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থানের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে বিপুল অবদান রাখে। তাই দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য কৃষি, শিল্প, সেবাসহ সকল সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই।
রাষ্ট্রপতি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রতিটি উৎপাদনশীল খাতে উৎকর্ষ সাধন করতে হবে। উৎপাদনের সকল স্তরে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে এনপিও শিল্প ও সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করছে।
দেশের শিল্প ও সেবাখাতে নিয়োজিত সংশ্লিষ্ট সকলে উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


মন্তব্য