kalerkantho


সকল দলের পরামর্শে 'স্বাধীন নির্বাচন কমিশন' গঠনের আহ্বান

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৩:২৪সকল দলের পরামর্শে 'স্বাধীন নির্বাচন কমিশন' গঠনের আহ্বান

সকল দলের পরামর্শ নিয়ে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শ গ্রহণের কথা জানান তিনি। তা না হলে বাংলাদেশের জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করেন তিনি।।
 
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচনকে রুখে দাঁড়াবে।
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম এম খালিদ সাইফুল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান।

 


মন্তব্য