kalerkantho


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু ৪ অক্টোবর

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩২জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু ৪ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ অক্টোবর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা ১) মোহাম্মদ আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। কলা ও মানবিক অনুষদের অধীনে যেকোনো বিভাগে ভর্তির জন্য ১২০ নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে অতিরিক্ত ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর। অন্য ৭টি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরে, যেখানে ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর।

ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি, ই ইউনিটের আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা এবং এফ, জি, এইচ ইউনিটের আবেদন ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.juniv.edu) ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট সকল তথ্য পাওয়া যাবে।


মন্তব্য