kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


বগুড়ায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫১বগুড়ায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরেকজন। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডার মধ‌্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, ফুলবাড়ীতে কলেজের পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইবরাহিম হোসেন সবুজ কাহালু উপজেলার লাহাড়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

আহত শিবলু (২৫) ফুলবাড়ী এলাকার শেখ মতিনের ছেলে। তাকে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর লাশ নিয়ে বগুড়া শহরে কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

 


মন্তব্য