kalerkantho


হান্নান শাহের মরদেহের পাশে বিএনপি চেয়ারপারসন

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৮হান্নান শাহের মরদেহের পাশে বিএনপি চেয়ারপারসন

ফাইল ছবি

দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের মরদেহ দেখতে তাঁর বাসায় গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে হান্নান শাহের বাসায় যান তিনি। এ সময় হান্নান শাহের মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।

ওই সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতা ও ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতারা।

এর আগে সন্ধ্যা ৬টায় ঢাকায় এসে পৌঁছায় হান্নান শাহের মরদেহ। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে যাওয়া হয় হান্নান শাহের বাসায়। এ সময় তার মরদেহ দেখতে আত্মীয়-স্বজন ছাড়াও নেতাকর্মীরা ভিড় করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদ, ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত হবে।


মন্তব্য