kalerkantho


সৈয়দ হকের মরদেহ চ্যানেল আই-এর প্রাঙ্গণে

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৭সৈয়দ হকের মরদেহ চ্যানেল আই-এর প্রাঙ্গণে

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে রাজধানীর তেজগাঁও চ্যানেল আই-এর প্রাঙ্গণে আনা হয়েছে। সেখানে কবির প্রথম নামাজে জানাজার প্রস্তুতি চলছে। আজ বুধবার সকাল দশটা দশ মিনিটে চ্যানেল আই-এর প্রাঙ্গণে আনা হয় কবির মরদেহ। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে নেওয়া হবে বাংলা একাডেমিতে। সেখান থেকে বরেণ্য এ সাহিত্যিকের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশে সব্যসাচী এ লেখককে দাফন করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

সন্ধ্যায় কবির মরদেহ তার গুলশানের নিজ বাড়ি ‌মঞ্জুবাড়িতে এনে গোসল করানো হয়। এরপর আত্মীয়-স্বজনদের দেখানো শেষে মরদেহ রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে নিয়ে রাখা হয়। ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া সৈয়দ হককে কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য সব্যসাচী লেখক বলা হয়। তিনি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকসহ অসংখ্য পুরস্কার।

 


মন্তব্য