kalerkantho


সৈয়দ শামসুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৯সৈয়দ শামসুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ। 
যুগস্রষ্টা এ লেখকের মৃত্যু সংবাদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দ্রুত ইউনাইটেড হাসপাতালে ছুটে যান এবং লেখকের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 
মন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ পৃথক শোকবার্তায় বলেন, লেখনীর মাধ্যমে সৈয়দ শামসুল হকের অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। 
তাঁরা প্রয়াত লেখকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। 


মন্তব্য