kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এরশাদের শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৪সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এরশাদের শোক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  
আজ এক বিবৃতিতে এরশাদ আরো বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যুর খবর শুনে আমি দারুণভাবে মর্মাহত হয়েছি।

তার মতো একজন কবি ও লেখকের মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আর পূরণ হওয়ার নয়।  
শোকবার্তায় তিনি মরহুম সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


মন্তব্য