kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫২সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।  
আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 
মোহাম্মদ নাসিম বলেন, সৈয়দ শামসুল হক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একজন সাহসী সাংস্কৃতিক যোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।  
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সৈয়দ শামসুল হকের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।


মন্তব্য