kalerkantho


বুধবার ঢাকা আনা হবে হান্নান শাহর মরদেহ

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১০বুধবার ঢাকা আনা হবে হান্নান শাহর মরদেহ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর মরদেহ বুধবার ঢাকায় আনা হবে। শুক্রবার বাদ জুমা নামাজের পর গাজীপুরে নিজগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদ, সকাল ১১টায় সংসদ ভবনে দক্ষিল প্লাজায়, বাদ জোহর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরহেদ সিএমএইচ এর হিমঘরে রাখা হবে।

শুক্রবার সকালে গাজীপুরে রাজবাড়ি হাই স্কুল মাঠ, এরপর গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ জুমা নিজ গ্রামের বাড়িচালা বাজারে জানাজার পর পারিবারিক কবরস্থানে হান্নান শাহকে দাফন করা হবে। উল্লেখ্য, সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে আজ মঙ্গলবার ভোরে মারা যান হান্নান শাহ।

 


মন্তব্য