kalerkantho


জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৬জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর) ও ‘ই’ ইউনিটের (কলা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটের ৬৭০টি (মানবিক-৪১৪, বিজ্ঞান-১৫১, বাণিজ্য ও অন্যান্য-১০৫) আসনের বিপরীতে তিন হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে। এবার এই ইউনিটে ৩৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। আর ‘ই’ ইউনিটের ১২০টি (সংগীত বিভাগ-৪০, চারুকলা বিভাগ-৪০ এবং নাট্যকলা বিভাগ-৪০) আসনের বিপরীতে ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। এই ইউনিটে দুই হাজার ২৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd বা www.result.jnu.ac.bd) -এ পাওয়া যাবে।


মন্তব্য