kalerkantho


যুক্তরাষ্ট্রে বসেই গুরুত্বপূর্ণ ফাইল দেখছেন প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৫যুক্তরাষ্ট্রে বসেই গুরুত্বপূর্ণ ফাইল দেখছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসেই তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ফাইল দেখছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম রবিবার এ তথ্য জানান।

ইহসানুল করিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়কে সব গুরুত্বপূর্ণ ফাইল সেখানে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ই-মেইলে ফাইল পাঠানো হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর ডিজিটাইজেশনের সুফল।

আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের সাফল্য তুলে ধরা এবং কানাডার সঙ্গে সফল দ্বিপক্ষীয় আলোচনার জন্য ওই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

 


মন্তব্য