আজ শুক্রবার বেলা ২টার কিছু আগে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কে এক দুর্ঘটনায় রবিউল আউয়াল নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। সে আম্বর শাহ মাদ্রাসার ছাত্র। জুমার নামাজ আদায় করে রাস্তার ওই পারে বাড়ি ফিরছিল। বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তার বাড়ি।
ওই সড়কে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার বন্ধে সড়ক বিভাজকে কাঁটাতার দেওয়া রয়েছে। তবে মাঝের কিছু অংশ কাটা ছিল। ছুটির দিনে ফাঁকা রাস্তায় সেখান দিয়েই পার হতে গিয়েছিল শিশুটি।
খবর পেয়ে ছেলের অপেক্ষায় থাকা মা রানু বেগম ছুটে এসেছেন। রাস্তায় বসে আহাজারি করছেন তিনি। মা জানালেন, রবিউল আম্বর শাহ মাদ্রাসায় পড়ত। নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল সে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পান দোকানি সখিনা বেগম বলেন, ''হঠাৎ শুনতে পেলাম ওমাগো চিৎকার। এরপরই দেখি রাস্তার ওপর পড়ে আছে শিশুর লাশ।'' এরপরই কেঁদে ওঠেন তিনি। আরেক প্রত্যক্ষদর্শী দোকানি আব্দুল মান্নানও একই কথা জানান।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের