kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৭বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধানমন্ত্রীর।


জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সংস্থাটির অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে বাংলাদেশে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। ”


মন্তব্য