kalerkantho


সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫১সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে দিনভর সাধারণ মানুষের ভোগান্তি শেষে সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের সাথে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের কাছে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। প্রশাসন এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।


মন্তব্য