kalerkantho


খাগড়াছড়িতে বাস খাদে পড়ে পাঁচ জন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১২খাগড়াছড়িতে বাস খাদে পড়ে পাঁচ জন নিহত

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্টো-জ-১১-০০২৪) জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড়শ ফুট নিচে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ব্যাঙমারার অরবিন চাকমার ছেলে হৃদ্ধি চাকমা নামে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে। অন্য ৪ জনের নাম জানা যায়নি।
স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এ ঘটনায় আহতদের মধ্যে খাগড়াছড়ি জেলা স
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বিপিএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য