kalerkantho


জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৫জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ (ভিডিওসহ)

বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনসংক্রান্ত গ্লোবাল কমপ্যাক্ট রূপরেখা প্রণয়নে সহযোগিতা করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার বিকেলে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ আগ্রহের কথা জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেওয়া প্রায় ১৯ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন, জলবায়ু, নারীর ক্ষমতায়নসহ নানা বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি-মুনকে বাংলাদেশের বন্ধু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি সব সময় বাংলাদেশের উন্নয়ন ও অর্জনগুলোকে বিশ্বের অন্যান্য দেশের জন্য রোল মডেল হিসেবে তুলে ধরেছেন।

নারী ক্ষমতায়নে তিনি বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রায় অর্ধ দশক পূর্বে নারীর শিক্ষার বাড়ানোর বিভিন্ন পদক্ষেপের ফল আমরা পেতে শুরু করেছি। বাংলাদেশের নারীরা এখন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ।


ভিডিও : যুগান্তর অনলাইন

 


মন্তব্য