kalerkantho


গাজীপুরে গাড়ি চাপায় প্রতিবন্ধী নারী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৮গাজীপুরে গাড়ি চাপায় প্রতিবন্ধী নারী নিহত

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বুধবার ভোরে ওই নারী বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পড়নে সেলোয়ার কামিজ রয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর বলেও জানান আব্দুস সালাম।

 


মন্তব্য