kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


'জঙ্গি হামলায় প্রভাষ নামে একজনও জড়িত'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩০'জঙ্গি হামলায় প্রভাষ নামে একজনও জড়িত'

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় রাজীব গান্ধী ওরফে প্রভাষ নামে আরও একজন জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, এসব হামলার অর্থ ও অস্ত্র এসেছে বিদেশ থেকে। হুন্ডিতে এসেছে অর্থ। আর অস্ত্র এসেছে ভারত হয়ে। এ দুই হামলার আগে হুন্ডির মাধ্যমে ১৪ লাখ টাকা গ্রহণ করে জঙ্গিরা। এ অর্থ ও অস্ত্র কারা প্রথমে প্রেরণ ও গ্রহণ করেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

 


মন্তব্য