kalerkantho


আহমদ হোসেনকে দেখতে বিএসএমএমইউতে স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩৯আহমদ হোসেনকে দেখতে বিএসএমএমইউতে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রবিবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসুস্থ আহমদ হোসেনকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান।
আহমদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। 
এ সময়ে মন্ত্রী আহমদ হোসেনের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং কিছুটা সময় তার পাশে অতিবাহিত করেন। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন। 


মন্তব্য