kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩২মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাগর (১৭) নামে এক কর্মচারী মারা গেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

 
 
নিহত সাগরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ভাড়া বাসায় থাকতো। সাগর স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করত।
 
জানা যায়, সকালে গোসল শেষে সাগর বাসার সামনে জিআই তারে কাপড় শুকাতে যায়। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরে বেলা সাড়ে ১১টার দিকে মারা যায় সে।
 
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।


মন্তব্য