kalerkantho


টাম্পাকোর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১২টাম্পাকোর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে শ্রম আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের ইতিমধ্যে আর্থিক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। দ্রুতই তাদেরকে ঘোষিত আর্থিক সহায়তা দেওয়া হবে। হাসপাতালে আহতদের নগদ ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হওয়া আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের ঈদে আমাদের নিজস্ব গরুর অভাব ছিল না। তাই আমাদের অন্য কোনো দেশের গরুর প্রয়োজন হয়নি। ঈদের ছুটিতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিজ কক্ষে সচিবসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদের সঙ্গেও ঈদের শুভেচ্ছ বিনিময় করেন শ্রম প্রতিমন্ত্রী।

 


মন্তব্য