kalerkantho


বার্ন ইউনিটে মারা গেল শিশু সাব্বির

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৫বার্ন ইউনিটে মারা গেল শিশু সাব্বির

নগরীর ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সাব্বির (৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। ইপিজেড থানার এসআই জিল্লুর রহমান জানান, রবিবার কলসির দীঘির পাড়ের বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠির জাকির হোসাইনের ছেলে সাব্বিরের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

এরপর তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে আজ বৃহস্পতিবার সকালে সাব্বির মারা যায়। তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একই অগ্নিকাণ্ডে মারা যান লক্ষ্মীপুরের ফাতেমা (২৭) ও তার মেয়ে মারজান (৩)। ওই দিন পুড়ে যাওয়া একটি ঘরের টিনের নিচে মা-মেয়ের মরদেহ পাওয়া যায়।  

 


মন্তব্য