kalerkantho


৪৮ ঘন্টার আগেই শতভাগ কোরবা‌নির বর্জ্য অপসারণ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২২৪৮ ঘন্টার আগেই শতভাগ কোরবা‌নির বর্জ্য অপসারণ

পূর্বঘো‌ষিত ৪৮ ঘণ্টার আগেই শতভাগ কোরবা‌নির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়ে‌ছেন বলে দা‌বি করেছেন ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপোরেশনের (ডিএস‌সি‌সি) মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবন চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ দা‌বি করেন। মেয়র বলেন, আমরা আগেই বলেছি, ৪৮ ঘণ্টার মধ্যে কোরবা‌নির বর্জ্য অপসারণ করবো। তার আগেই শতভাগ কোরবা‌নির বর্জ্য অপসারণ করা হয়েছে, যার পরিমাণ ১৯ হাজার ৮ টন।

তি‌নি বলেন, আমাদের নিজস্ব গাড়িসহ ৩২৪টি গাড়িতে ২০৯২টি ট্রিপের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হয়। এর আগে ঈদের দিন দুপুর ২টায় সাদেক হোসেন খোকা মাঠের কোরবা‌নি বর্জ্য অপসা‌রণের মাধ্যমে ৪৮ ঘণ্টার সময়সীমা শুরু হয়। আজ দুপুর ২টা পর্যন্ত সেই সময় রয়েছে।

‌মেয়র আরও বলেন, এবার ডিএস‌সি‌সি এলাকায় প্রায় ২ লাখ ৪০ হাজার পশু ‌কোরবা‌নি হয়েছে। নি‌র্দিষ্ট স্থানে শতভাগ কোরবা‌নি হয়‌নি। এ জন্য আরও কিছু সময় চান তিনি। আজও য‌দি কোরবা‌নি হয়, সেই বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান মেয়র সাঈদ খোকন। সংবাদ সম্মেলনে উপ‌স্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এম কে বখ‌তিয়ারসহ ডিএসসিসির অন্যান্য কর্মকর্তারা।

 


মন্তব্য