kalerkantho


বনানীতে ইকবাল টাওয়ারে অগ্নিকাণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৭বনানীতে ইকবাল টাওয়ারে অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোড এলাকায় ইকবাল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি জানান।

তিনি বলেন, সকালে ইকবাল টাওয়ারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, ভবনটিতে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মাহবুব বলেন, অগ্নিকাণ্ডের খবরটি সঠিক নয়। দুটি স্পার্কিং হয়েছে মাত্র।

 


মন্তব্য