ঈদের পরদিন হাজার হাজার দর্শনার্থীর ঢল নেমেছে ঢাকা চিড়িয়াখানায়। আজ বুধবার সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন ঘুরতে এসেছে তারা। এসেছেন তরুণ-তরুণীরাও। বিভিন্ন বয়স ও পেশার মানুষের উপস্থিতিতে সরব চিড়িয়াখানা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থী লাখ ছাড়িয়ে যাবে। ৩০ টাকায় রাত ৮টা পর্যন্ত তারা চিড়িয়াখানা ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন।
বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার প্রাণীর মধ্যে বানর এবং বাঘ-সিংহর খাঁচার সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। এক দর্শনার্থী বলেন, ঈদের আগে থেকেই বাচ্চাদের চাওয়া ছিল এখানে আসার। আর তাই সকালেই চলে এসেছি। উল্লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করে মা-বাবার সঙ্গে আসা এক দর্শনার্থী। দিনভর আনন্দ বিনোদনের জন্য চিড়িয়াখানায় আসা অনেকেই দুপুরের খাবারও সঙ্গে নিয়ে এসেছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের