kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


বৃষ্টি : এবার শোলাকিয়ায় মুসল্লি কম

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৫৬বৃষ্টি : এবার শোলাকিয়ায় মুসল্লি কম

‌কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বৃষ্টির কারণে ঈদ জামায়াত বিঘ্নিত হয়েছে। প্রতিবছর এই ঈদগাহ ময়দানে ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিলেও বৃষ্টি ঠেলে মাত্র কয়েক হাজার মুসল্লি এবার ঈদ জামাতে অংশ নিতে সক্ষম হন।

 

আজ মঙ্গলবার সকাল ৯টায় বৃষ্টির মধ্যেই নির্ধারিত সময়ে ঈদের জামাত শুরু হয়।

এবার শোলাকিয়ার ১৮৯তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

কিশোরগঞ্জে ভোর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় ঈদগাহ মাঠে আসতে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। ঈদের জামাত নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তাবলয়ে মাঠের নিয়ন্ত্রণে ছিল র‌্যাব-পুলিশ ও এপিবিএন। এ ছাড়াও তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।


মন্তব্য