kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


রাতে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৩রাতে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
রবিবার রাতে হান্নান শাহকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল।


তিনি জানান, আজ রাতে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।
গত মঙ্গলবার হার্ট অ্যটাকসহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


মন্তব্য