kalerkantho


সৈয়দ শামসুল হকের শয্যাপাশে তথ্যমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০০সৈয়দ শামসুল হকের শয্যাপাশে তথ্যমন্ত্রী

বরেণ্য সাহিত্যিক সৈয়দ শামসুল হককে দেখতে রবিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
ক্যান্সারের চিকিৎসাধীন এই সব্যসাচী লেখকের পাশে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু খানিক সময় কাটান এবং তার সাথে আন্তরিক আলাপচারিতা করেন। মন্ত্রী দায়িত্বপালনকারী চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সৈয়দ শামসুল হকের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা পুনরায় ব্যক্ত করেন।
পরে হাসপাতালের লবিতে সাংবাদিকদের সাথে আলাপকালে হাসানুল হক ইনু বলেন, ‘সৈয়দ শামসুল হক এমনই একজন সাহিত্যিক, যিনি দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন তার কবিতা, উপন্যাস, নাট্যকর্ম ও নানা রচনায়। তিনি মুক্তিযুদ্ধ আর মুক্তমনের চর্চাকারী এক সংগ্রামী মহাপ্রাণ।’
তথ্যমন্ত্রী বলেন, আামি সকলের কাছে সৈয়দ শামসুল হকের জন্য দোয়া কামনা করি এবং সরকার তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করবে।
মন্ত্রীর সহধর্মিনী আফরোজা হক রীনা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী এবং তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।


মন্তব্য