kalerkantho


সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই : হজের খুতবায় আল সুদাইস

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩৬সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই : হজের খুতবায় আল সুদাইস

আইএসের মতো ধর্মীয় উগ্রবাদীদের বিষয়ে সচেতন থাকতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে শেখ আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই।
আজ রবিবার হজের মূল অনুষ্ঠান মক্কার আরাফাতের ময়দানে খুতবায় তিনি এসব কথা বলেন।
আইএসের মতো উগ্র গোষ্ঠীকে নিয়ে মুসলিম দেশগুলোর সমস‌্যার মধ‌্যে সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্বে ইরানের বর্জনের প্রেক্ষাপটে খুৎবা নিয়ে আসেন শেখ আবদুল রহমান আল-সুদাইস।
মসজিদুল হারামের এই ইমাম বলেন, নিজেদের মধ‌্যে যে সমস‌্যাগুলো রয়েছে, তার সমাধান করতে মুসলিম বিশ্বের নেতাদের এক হতে হবে।
অসুস্থতার কারণে গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখের অনুপস্থিতিতে খুৎবা দিতে আসা কাবা শরিফের ইমাম আল-সুদাইস হজের মতো ধর্মীর অনুষ্ঠানকে রাজনীতির বাইরে রাখতে সব মুসলিমদের প্রতি আহ্বান জানান।
সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ না করতে এবং গুজব না ছাড়াতেও সংবাদ মাধ‌্যমকে পরামর্শ দেন তিনি। 
সন্ত্রাসবাদীরা যেন তরুণদের বিভ্রান্ত করতে না পারে, সেজন‌্য মুসলিম পণ্ডিত, ধর্মীয় নেতা থেকে শুরু করে পরিবার প্রধানদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় খুৎবায়।  
ময়দানজুড়ে শুভ্রপোশাকে মুসল্লিদের কণ্ঠে দিনভর ধ্বনিত হচ্ছিল-‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুলক’ ধ্বনি।
আরাফাতের ময়দানে রোববার খুৎবা এবং ইবাদতে মশগুল মুসলিমরা সোমবার মক্কায় ফিরে পশু কোরবানির মধ‌্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।


মন্তব্য