kalerkantho


টঙ্গীর সেই কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও চারজনের লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪২টঙ্গীর সেই কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও চারজনের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর প্যাকেজিং কারখানা ট‌্যাম্পাকো ফয়েলসের ধ্বংসস্তূপ থেকে আরও চারজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, কারখানার ছাদের ধসে পড়া অংশ সরানোর পর লাশগুলো পাওয়া যায়।
এ নিয়ে টঙ্গীর কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা দাঁড়ালো ২৯ জনে।
এর আগে উদ্ধার ও হাসপাতালে  মারা যাওয়া যে ২৫ জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে, তাদের অর্ধেকই আগুনে পুড়ে মারা গেছেন। ছাদ ভেঙে পড়ায় আঘাতের কারণেও অনেকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।


মন্তব্য