kalerkantho


ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে দুর্ভোগে যাত্রীরা

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০০ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে দুর্ভোগে যাত্রীরা

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ঈদের ঘরমুখী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে রেলপথে বাড়িফেরা মানুষরা বড় ধরনের দুর্ভোগে পড়েছেন। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সারা দিনেও এ বিপর্যয় কাটবে না।

বিমানবন্দর রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে সিলেটের পারাবত এক্সপ্রেস বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি দুই ঘণ্টা বিমানবন্দরে আটকা পড়ে। যার ফলে কমলাপুর থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেনগুলোও আটকা পড়ে। সকাল ৬টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সাড়ে ৬টায় কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেলেও সেটি বিমানবন্দরে এসে আটকা পড়ে। এতে যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ৯টা পর্যন্ত তা এখনও ছেড়ে যায়নি। রেল কর্তৃপক্ষ থেকে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন রুটে মোট ৬টি ট্রেন যাওয়ার কথা থাকলেও প্রতিটি ট্রেন শিডিউল বিপর্যয় রয়েছে।

 


মন্তব্য