kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


রেলস্টেশনে এখনও বাড়ি ফেরার তাড়া

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৬রেলস্টেশনে এখনও বাড়ি ফেরার তাড়া

ভিড় কমেনি। শেষ মুহূর্তে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে কয়েক হাজার যাত্রীর ভিড়।

সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৮টা পর্যন্ত ট্রেনটির দেখা মেলেনি প্লাটফর্মে। রবিবার সকাল ৭টা ২ মিনিটে ছেড়ে গেছে সোনারবাংলা এক্সপ্রেস। তার আগে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে। দুটি ট্রেনই যাত্রীতে ঠাসা ছিল।  
 
সকাল পৌনে ৯টায় ছেড়ে যাওয়ার কথা দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন। তার অনেক আগেই ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে যাত্রী বোঝাই হয়ে গেছে। এ ছাড়া ৩ নম্বর প্লাটফর্মে যাত্রী বোঝাই ছিল চট্টগ্রামগামী মহানগর প্রভাতী। ট্রেনটি ছাড়তে একটু দেরি করেছে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, ৩টি স্পেশাল ট্রেনসহ সারাদিনে চলবে ৬৯টি ট্রেন। সারাদিনে অর্ধলাখেরও বেশি মানুষ রেলে বাড়ি ফিরবেন। স্টেশন ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটেও অনেকে বাড়িমুখী হচ্ছেন। তবে পূর্বাঞ্চলের ট্রেনে ছাদে ঝুলে বাড়িতে যাওয়ার প্রবণতা তেমন নেই। উত্তরাঞ্চলের সব ট্রেনে ছাদ বোঝাই হয়ে বাড়ি ফিরছেন মানুষ।

 


মন্তব্য