kalerkantho


হান্নান শাহর শারীরিক অবস্থার অবনতি

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১০:০৪



হান্নান শাহর শারীরিক অবস্থার অবনতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও হার্টের অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ রবিবার যেকোনো সময় হান্নান শাহকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল বলেন, স্যারের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও হার্টের সমস্যার কারণে যেকোনো সময় সিঙ্গাপুরে নেওয়া হবে।

হান্নান শাহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরে যাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সমাধান হলেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তার বড় ছেলে শাহ রেজাউল হান্নান জানান, সিএমইচের চিকিৎসকরা বোর্ড মিটিং করে বলেছেন তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার হার্ট ভালোভাবে কাজ করছে না।

গত মঙ্গলবার অসুস্থ হয়ে অবস্থায় হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

শুক্রবার অবস্থার ফের অবনতি ঘটলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

 


মন্তব্য