kalerkantho


টঙ্গিতে কারখানায় প্রাণহানিতে শিক্ষামন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৯টঙ্গিতে কারখানায় প্রাণহানিতে শিক্ষামন্ত্রীর শোক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টঙ্গিতে প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসমূহের প্রতি সমবেদনা জানান।
নাহিদ এ দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্যাকেজিং কারখানা- টাম্পাকো ফয়েলস লিমিটেডের মালিক মকবুল হোসেনের সাথে টেলিফোনে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। এ সময় শিক্ষামন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকের প্রতিও গভীর সমবেদনা জানান।

 


মন্তব্য