kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০১৬। ১৮ অগ্রহায়ণ ১৪২৩। ১ রবিউল আউয়াল ১৪৩৮।


পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখাবে প্রশাসন: আইজিপি

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪০পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখাবে প্রশাসন: আইজিপি

আইজিপি একে এম শহীদুল হক বলেছেন, কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখাবে প্রশাসন। আজ শুক্রবার বিকালে রাজধানীর গাতলীর পশুর হাট ও টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, চাঁদাবাজি বন্ধে প্রত্যেক জেলার পুলিস সুপারকে ( এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজ সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি বলেন, আমরা এখন পর্যন্ত পশুর গাড়িতে চাঁদাবাজির কোনও অভিযোগ পাইনি। তারপরও সুনির্দিষ্ট কোনও অভিযোগ পেলে বা গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য