kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪০



রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার পশ্চিম পাশের রাস্তায় যাত্রীবাহী বাস ইউনিক সার্ভিসের চাপায় জলি খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৩টার দিকে।

জলি খাতুনের স্বামী সোলায়মান হোসেন জানান, তাদের দেশের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। চাকরির কারণে বর্তমানে কুমিল্লায় থাকেন। বৃহস্পতিবার রাতে ঈদ উপলক্ষে বাড়ির উদ্দেশে কুমিল্লা থেকে যাত্রাবাড়ী নামেন। রাত বেশি হওয়ায় একটি রিকশা নিয়ে জলি খাতুনের মামার বাসা বিবির বাগিচায় যাচ্ছিলেন তারা। এ সময় ইউনিক পরিবহনের একটি গাড়ি রিকশাকে ধাক্কা দিলে জলি সেখান থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনায় সঙ্গে থাকা আড়াই বছরের মেয়ে সিনথিয়া ও সোলায়মান সুস্থ আছেন।

যাত্রাবাড়ী থানার এসআই মুজাহিদুল ইসলাম বলেন, ইউনিক পরিবহনের গাড়ি ও চালক মিজানকে (৫০) আটক করা হয়েছে।

 


মন্তব্য