kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


ঢাবিতে তরুণীর শ্লীলতাহানি; আটক ৩

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৮ঢাবিতে  তরুণীর শ্লীলতাহানি; আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে তিন নির্মাণ শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

বখাটে তিন নির্মাণ শ্রমিক হলেন জাহাঙ্গীর আলম, শারাফত আলী ‌এবং জহিরুল ইসলাম। তবে ঘটনার মূল হোতা পালিয়ে গেছে বলে জানা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী তার বন্ধুর সঙ্গে কলা ভবনে প্রবেশ করেন। আড্ডা শেষে বের হওয়ার সময় কয়েকজন নির্মাণ শ্রমিক মেয়েটিকে প্রক্টর স্যার ডাকছে বলে জানান। মেয়েটি এগিয়ে গেলে তাকে আড়ালে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে সেই নির্মাণ শ্রমিকরা। এক পর্যায়ে কোনোমতে নিজেকে বাঁচিয়ে সেই তরুণী বিষয়টি বন্ধুকে জানালে সে প্রক্টরকে বিষয়টি অবহিত করে। পরে ওই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা দেখে অভিযুক্ত তিনজনকে শনাক্ত করা হয় এবং শাহবাগ থানায় সোপর্দ করা হয়।  


মন্তব্য