বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার তিন মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা রাজধানীর দারুস সালাম থানায় দায়েরকৃত নাশকতার তিন মামলায় খালেদার বিরুদ্ধে অবিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, এই তিন মামলায় খালেদাসহ ৮৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এ তিন মামলাতেই খালেদা জিয়া জামিনে আছেন।
মামলা সুত্র জানায়, গত বছরের জানুয়ারি ও মার্চে দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ তিনটি মামলা দায়ের করে পুলিশ। পরে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৮৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের