kalerkantho


চট্টগ্রামে কোরবানির পশুর হাট জমে উঠেছে

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৯চট্টগ্রামে কোরবানির পশুর হাট জমে উঠেছে

ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম এবং জেলার ১৪টি পশুর হাটে সারাদেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে।
কোরবানির পশুর নিরাপদে পৌঁছানো ও হাটে নিরবিচ্ছিন্ন ব্যবসার পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর সদস্যদের নিযুক্ত করাসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। 
বাসস-এর সাথে আলাপকালে বেশ কয়েকজন পশু ব্যবসায়ি পবিত্র ঈদকে সামনে রেখে বাজারে কোরবানির পশু আনার ক্ষেত্রে কর্তৃপক্ষের নেয়া নিরাহাট এং মপত্তা ব্যবস্থায় তাদের সন্তোষ প্রকশ করেছেন। 
সরেজমিন কয়েকটি পুরনো ও নতুন হাট ঘুরে দেখা যায়, বিপুল সংখ্যক কোরবানির পশু এসে পৌঁছেছে, কেনা-বেচাও চলছে। 
বিক্রেতা ও বাজার সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এ বছর কোরবানির পশুর দাম কিছুটা বেশি হতে পারে। 
ছয়টি অস্থায়ী হাটসহ নগরীতে মোট আটটি কোরবানির পশুর হাট রয়েছে। এগুলোর মধ্যে ১টি চট্টগ্রাম সিটি করপোরেশনরে অধীন। এই পশুর হাটগুলো ইজারা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছয় কোটি টাকারও বেশি আয় করেছে। 
অন্যদিকে, এসব পশুর হাটে দিনভর বেচা-কেনা হচ্ছে, মঙ্গলবার থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত তা চলবে। 
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানির পশুর হাটের ভিতরে এবং আশেপাশে অপরাধ বন্ধে তারা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করেছে। 
ইতোমধ্যেই নগরীতে এবং জেলার বিভিন্ন জায়গায় কমপক্ষে ৭২টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। 
র‌্যাব সূত্রে জানা গেছে, পশুর বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তার জন্য বিভিন্ন কোরবানির পশুর হাট এবং নগরীর গূরুত্বপূর্ণ স্থান ও মহাসড়কে ১৫০জন র‌্যাব সদস্যকে মোতায়েন করা হয়েছে। 


মন্তব্য