kalerkantho


ধানমণ্ডিতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:০৪ধানমণ্ডিতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর ধানমণ্ডিতে গণপিটুনির শিকার হয়ে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়েছে তার সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী। একই ঘটনায় আটক হয়েছে ছিনতাইকারী চক্রের আরেক সদস্য। শাহবাগ থানার এসআই মমিনুল হক এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে পল্টন মোড়ে একটি প্রাইভেট কারযোগে ছিনতাইয়ের ওই তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় পুলিশের সদস্যরা। একপর্যায়ে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের মাথায় তাদের গাড়িটি আটক করা হয়। এ সময় স্থানীয়রা গণধোলাই দিয়ে একজন গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে অজ্ঞাতনামা ওই ছিনতাইকারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বলেও জানান এসআই মমিনুর।

তিনি আরও জানান, গাড়িটি আটকের পর ‌পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল চিকিৎসাধীন রয়েছেন হজরত নামে আরেক ছিনতাইকারী। একই চক্রের বাশার নামে অন্য একজন শাহবাগ থানায় আটক রয়েছেন বলে জানান তিনি। আটক গাড়িটির ভেতর থেকে ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ, ধারলো ছুরি ও চাপাতি পাওয়া গেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 


মন্তব্য