রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে পলাতক থাকায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক অভিযোপত্র গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩ জন জামিনে রয়েছেন।
পরোয়ানাভুক্ত উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বিএনপির মানবধিকার বিষয়ক সম্পাদিকা সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, বিএনপির নেতা মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল।
২০১৫ সালের মার্চ মাসে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করে পুলিশ। চলতি বছরের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের