kalerkantho


জঙ্গি জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়ি আটক

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৫



জঙ্গি জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়ি আটক

রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। ‌আজ রবিবার রাতে শ্যামলীর একটি বাসা থেকে তাদের আটক করে রূপনগর থানা পুলিশ।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ করে মাসুদ আহমেদ তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে চাননি।
গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে পুলিশের অভিযানে জঙ্গি জাহিদুল নিহত হয়। আহত হন রূপনগর থানার ওসিসহ তিন পুলিশ সদস্য।
মাসুদ আহমেদ জানান, নিহত জঙ্গি নব্য জেএমবির সদস্য। তার বিষয়ে আরও অনেক তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই করা হচ্ছে। তাছাড়া তার শ্বশুর-শাশুড়ির কাছ থেকেও বেশ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে।


মন্তব্য