kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


বুয়েটে ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৭বুয়েটে ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণের কার্যক্রম শুরু হবে।

এসএমএসেও আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আর এসএমএসে আবেদন নেয়া হবে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
বুয়েটের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) শাহ আলম জানান, শনিবার রাতে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বুয়েট ভিসি অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
বিস্তারিত তথ্য এবং ফরমপূরণের জন্য বুয়েটের ওয়েবসাইট (www.buet.ac.bd) ভিজিট করতে বলা হয়েছে।


মন্তব্য