kalerkantho


আব্দুর রহিমের মৃত্যুতে রওশন এরশাদের শোক

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৫আব্দুর রহিমের মৃত্যুতে রওশন এরশাদের শোক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং দিনাজপুরের সাবেক সাংসদ এম আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিম মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছিলেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়নে যে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের জনগণ তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এম আব্দুর রহিম আজ সকালে ঢাকায় বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।


মন্তব্য