kalerkantho


আবদুর রহিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৪আবদুর রহিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং দিনাজপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রহিম আজ সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী ও সমাজকর্মী এবং আওয়ামী লীগ একজন ত্যাগি নেতাকে হারালো।
তিনি বলেন, ‘দিনাজপুরের মানুষ ওই অঞ্চলের উন্নয়নে এই বিশিষ্ট নেতার অবদানের কথা চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পারেবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


মন্তব্য